মুম্বই: শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে। এই বাঁ হাতি পেসার নেটে ভারতীয় ব্যাটসম্যানদের বল করলেন। শিখর ধবন, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেদার যাদবদের বল করেন অর্জুন। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ সেই সময় নেটে ছিলেন।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের একদিনের সিরিজ। বিরাটরা এখন সেই সিরিজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন। সেই অনুশীলনেই দেখা গেল সচিনের ছেলেকে। তিনি বল করার পাশাপাশি অরুণের সঙ্গে কথাও বলেন। এর আগে মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের অনুশীলনে বল করতে দেখা গিয়েছিল অর্জুনকে। এবার পুরুষ দলের সঙ্গে দেখা গেল তাঁকে।