লন্ডন: সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও ধীরে ধীরে ক্রিকেট মাঠে নিজের জাত চেনাচ্ছেন। লর্ডসের নেটে তাঁর ইয়র্কারে চোট পেলেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন বেয়ারস্টো। সেই সময়ই তিনি ১৭ বছরের অর্জুনের বলে পায়ে চোট পান। যন্ত্রণায় কাহিল হয়ে ক্রিজ ছেড়ে চলে যান বেয়ারস্টো।
গত বছর টেস্টে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু সেই তিনিই অর্জুনের বলে পরাস্ত হলেন। তবে চোট গুরুতর নয়। আজ থেকে শুরু হওয়া টেস্টে খেলছেন বেয়ারস্টো। তবে তিনি রান পাননি। প্রথম ইনিংসে মাত্র ১০ রান করেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার।
লর্ডসের নেটে অর্জুন তেন্ডুলকরের বলে আহত জনি বেয়ারস্টো
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jul 2017 08:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -