মুম্বই: টসের পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টিম লিস্ট প্রকাশ করার পরই আবেগের পারদ চড়তে শুরু করল। বিস্ফোরণ হল, যখন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারই তাঁর হাতে বল তুলে দিলেন স্কাই।


আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। যাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই নজর কেড়ে নিলেন বাঁহাতি পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।


ম্যাচ শুরুর আগে কিছুটা ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে আসছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা কোথায়? টসের পর সূর্য জানালেন, পেটের সমস্যায় ভুগছেন রোহিত। যে কারণে তিনি এই ম্যাচের প্রথম একাদশে নেই। পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। কেকেআর ম্যাচ তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। কারণ, ব্যাট হাতে ছন্দে নেই সূর্য। তার ওপর নেতৃত্বের চাপ তিনি কীভাবে সামলান, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। রোহিতকে অবশ্য একেবারে বাইরে রাখেনি মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানকে। প্রথমে ফিল্ডিং করছে মুম্বই। রান তাড়া করার সময় প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর চেষ্টা করছে মুম্বই।


যদিও টিম লিস্ট সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত একজনকে নিয়েই। তিনি, সচিন-পুত্র অর্জুন।


মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।


মুম্বইয়ের ক্রিকেটার। সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। ভারতীয় ক্রিকেটে উমেশ যাদবের মতো তারকার উত্থান হয়েছে সুব্রতর হাত ধরে। তবে মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ না হওয়ায় গোয়ায় পাড়ি দেন অর্জুন। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। সকলে অপেক্ষায় ছিলেন, তাঁর আইপিএল অভিষেক কবে হয় দেখার জন্য। অবশেশে প্রতীক্ষার অবসান হল রবিবার।


আরও পড়ুন: দিল তো বাচ্চা হে জি! জয়ে ফিরেই ভিন্নরূপে বিরাট কোহলি