নয়াদিল্লি: প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন তিনি। ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে দু’টি চারদিনের ম্যাচ খেলবে। সেই দলেই আছেন ৬ ফুট উচ্চতার বাঁ হাতি পেসার অর্জুন।

কোচবিহার ট্রফিতে পাঁচটি ম্যাচ খেলে আট উইকেট নেন অর্জুন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ৯৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, উইকেটপ্রাপকদের তালিকায় ১৫ নম্বরে থাকলেও, যে বোলাররা ১৫ বা তার বেশি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র অর্জুনের বলেই গতি আছে। তাই তাঁকে ভারতীয় দলে নেওয়া হয়েছে।

সচিনের ঘনিষ্ঠ বন্ধু জাতীয় দলের প্রাক্তন পেসার সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন অর্জুন। এর আগে তিনি ভারতীয় দলের নেটে বোলিং করেছেন। ধর্মশালায় বিসিসিআই আয়োজিত পেসারদের শিবিরেও যোগ দিয়েছিলেন তিনি। এবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ এল।