কুচবিহার ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেট অর্জুন তেন্ডুলকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2017 01:28 PM (IST)
মুম্বই: কুচবিহার ট্রফিতে মুম্বইয়ে অনূর্দ্ধ ১৯ দলের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। বাঁহাতি বোলার অর্জুন বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করে ৯৫ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। যদিও প্রথম ইনিংসে ৪২ রান খরচ করে একটি মাত্র উইকেট পেয়েছিলেন অর্জুন। মধ্যপ্রদেশের অনূর্দ্ধ ১৯ দল প্রথম ইনিংসে করে ৩৬১ রান। জবাবে মুম্বই ৫০৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪১১ রানে ডিক্লেয়ার করে মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে মুম্বই ১ উইকেটে ৪৭ রান তোলে।শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়।