নয়াদিল্লি: প্রথম যুব টেস্টে অনুজ রাওয়াতের নেতৃত্বাধীন ভারতের অনূর্দ্ধ ১৯ দল এক ইনিংস ও ২১ রানে হারাল শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলকে। ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে গতকাল দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ভারতকে ফের ব্যাট করাতে তাদের দরকার ছিল ২৬৮ রানের। কিন্তু ৩২৪ রানে তারা অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার শেষ পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ৪৫ রানের মধ্যে।
ম্যাচের প্রথম উইকেটটি নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। ম্যাচের শেষ উইকেটটিও তাঁরই দখলে এল। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে দাঁড়ি টেনে দেন তিনি। অর্জুনের আগের বলই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার নিপন মালিঙ্গা (২৩)। কিন্তু পরের বলেই আউট হয়ে যান তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন নিপন। কিন্তু দশম ব্যাটসম্যান দুলিথ ওয়েল্লালাগে ব্যাট করতে না আসায় শেষ হয়ে যায় শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলের ইনিংস।
ভারতের মোহিত জাংরা ১৮ ওভারে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন।