সচিনের উপদেশে মুম্বইয়ের টি-২০ লিগ থেকে নাম তুলে নিলেন অর্জুন তেন্ডুলকর
Web Desk, ABP Ananda | 01 Mar 2018 05:37 PM (IST)
মুম্বই: বাবা সচিন তেন্ডুলকরের উপদেশ মেনে মুম্বইয়ে আসন্ন টি-২০ লিগ থেকে নাম তুলে নিলেন অর্জুন তেন্ডুলকর। তিনি সম্প্রতি চোট পেয়েছিলেন। সেই চোট যাতে না বাড়ে, সেটা নিশ্চিত করার জন্যই সচিন এই প্রতিযোগিতায় না খেলার উপদেশ দেন। সেটা শুনেছেন অর্জুন। ১১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টি-২০ লিগ। সচিনই এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। অর্জুন এই লিগের অন্যতম আকর্ষণ ছিলেন। কিন্তু তিনি নাম তুলে নেওয়ায় সমস্যায় পড়ে গেলেন আয়োজকরা। একটি সূত্রে জানা গিয়েছে, ‘গত দু’বছরে অর্জুনের শারীরিক বৃদ্ধি অনেক দ্রুতগতিতে হয়েছে। প্রতি দু’মাস অন্তর তাঁর শারীরিক বৃদ্ধি চোখে পড়ে। সেই কারণেই তিনি পরপর দু’বার চোট পেয়েছেন। চোটের কারণে অর্জুনকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল। তাঁর কোচ অতুল গায়কোয়াড় বোলিং অ্যাকশনের উপর কড়া নজর রাখছেন। সচিন চান না অর্জুনের চোট বাড়ুক।’