বাদশার মনে শ্রীদেবীর অকালপ্রয়াণ কী মারাত্মক প্রভাব ফেলেছে, সেটা এই কয়েকটি কথা থেকেই বেশ বোঝা যাচ্ছে....
বুধবার সারা দেশ দেখেছে, শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে কীভাবে মুম্বইয়ের রাজপথে মানুষের ঢল নেমেছিল। সেই মানুষের মধ্যে ছিলেন অভিনেত্রীর সহকর্মীরাও। লাল কাঞ্জিভরম শাড়ি, লাল টিপ, সোনার গয়নায় মুড়ে শেষযাত্রায় শ্রীদেবীকে দেখে চোখের জল বাঁধ মানেনি বহু মানুষের। মানুষকে বিনোদন যোগাতে যোগাতে তাই বিনোদন দুনিয়ার মানুষগুলো প্রকাশ্যে কাঁদতে না পারলেও, জীবনের রূঢ় বাস্তব কোথাও যে তাঁদের ধাক্কা দেয়, সেটা শাহরুখের এই টুইট থেকেই স্পষ্ট।
বুধবার ভিলেপার্লে সেবা সমাজে শ্রীদেবীর শেষকৃত্যের উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, জিতেন্দ্র, ড্যানি, বিদ্যা বালন এবং আরও অন্যান্যরা।