নয়াদিল্লি: শুক্রবার ৭৩তম সেনা দিবস। বিশেষ এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানালেন জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা। সকলেই এক ব্যাপারে একমত। সেনাবাহিনীর জওয়ানরা সীমান্তে বিনিদ্র রজনী কাটাচ্ছেন বলেই বাড়িতে নির্বিঘ্নে ঘুমনো সম্ভব হচ্ছে সাধারণ ভারতীয়দের পক্ষে।

প্রতিবছর ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে মূলত সম্মানজ্ঞাপন করা হয় ভারতের সমস্ত বীর সেনাদের, যাঁরা আত্মবলিদান এবং দেশপ্রেমের অনন্য নির্দশন স্থাপন করেছেন। প্রতিটি সেনা সদর দফতরে এই দিনটি সাড়ম্বরে উদাযাপন করা হয়। ১৯৭১-এর যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৩তম সেনা দিবসের সকালে ‘বিজয় রান’ অর্থাৎ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ৭১-এর যুদ্ধে শহিদ সেনাদেরও শ্রদ্ধা জানানো হয় এদিন।

১৯৪৯ সালে আজকের দিনে ভারতের প্রথম লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পা দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ নিযুক্ত করা হয়। এর আগে পর্যন্ত ভারতে সেনা কমান্ডার ছিলেন ব্রিটিশ অফিসারেরাই। তাঁর মুখেই প্রথম শোনা যায় ‘জয় হিন্দি’ স্লোগানটি। ভারতীয় সেনাদের বিজয় উদযাপন করতে এই স্লোগানটি ব্যবহার করা হত। শ্যাম মানেকশো ছাড়া তিনি আরেকজন ভারতীয় যিনি ফাইভ স্টার ফিল্ড মার্শালের পদ পেয়েছিলেন। ১৯৪৭ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় দক্ষিণ সীমান্তে বীরত্বের পরিচয় দিয়েছিলেন কারিয়াপ্পা।

সেনা দিবসের শুভেচ্ছা জানিয়ে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ট্যুইট করেছেন, ‘সেনাবাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারকে সেনা দিবসের শুভেচ্ছা। দেশকে সুরক্ষিত রাখতে আপনাদের অবদানের জন্য কৃতজ্ঞ।’



গৌতম গম্ভীরের ট্যুইট, 'ওঁরা জেগে আছেন বলেই আমরা নির্বিঘ্নে ঘুমোতে পারি। আপনারা আছেন বলেই আমরা আছি।' যুবরাজ সিংহের ট্যুইট, 'দেশের হয়ে যাঁরা লড়াই করেছেন, সেই সমস্ত পুরুষ ও মহিলাকে প্রণাম। আপনাদের নিঃস্বার্থ কাজের জন্য চিরকৃতজ্ঞ থাকব।'





দীনেশ কার্তিকের ট্যুইট, 'এই দিনটি সেই সমস্ত নায়কদের জন্য যাঁরা আমাদের সুরক্ষিত রেখেছেন।' কে এল রাহুল লিখেছেন, 'আপনাদের অবদান সকলে আজীবন মনে রাখবেন।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার ফাঁকেই ঋষভ পন্থের ট্যুইট, 'আপনাদের সাহসিকতাকে কুর্নিশ।'