পুনে: সোনাজয়ী নীরজ চোপড়ার নামে এবার স্টেডিয়াম। পুনের একটি আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে সোনাজয়ী অ্যাথলিটের নামে। সেখানে সাউদার্ন কমান্ডস আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নামকরণ করা হচ্ছে নীরজ চোপড়ার নামে। টোকিও অলিম্পিক্স থেকে জ্যাভলিনে সোনা জিতে এসেছেন পানিপথের ২৩ বছরের তরুণ নীরজ। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হল।


আগামী ২৩ অগাস্ট এই নামকরণ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও থাকবেন আর্মি স্টাফ জেনারেলের প্রধান ও সাউদার্ন আর্মি কমান্ডারের লেফট্যানেন্ট জেনারেল। স্টেডিয়ামের নামকরণ করে নতুন নাম দেওয়া হচ্ছে 'নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম পুনে ক্যান্টনমেন্ট'। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক আর্ম অফিসার বলেছেন, 'এই স্টেডিয়ামে যাবতীয় আন্তর্জাতিক স্থরের যন্ত্রপাতি ও সুবিধে আছে। যেখানে প্রতিদিনই অ্যাথলিটরা অনুশীলন করতে পারে। আমরা পরিকাঠামো আরও উন্নত করার চেষ্টা করেছি। কোনও উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নামে এখনও পর্যন্ত স্টেডিয়ামের নামকরণ হয়নি। তাই আমরা ভেবেছি নীরজ চোপড়ার নামে স্টেডিয়ামের নামকরণ করতে। সোনা জয়ের পর নীরজকে এটাই হবে আমাদের তরফে সেরা উপহার দেওয়া।'


 ২০০৬ সালে হওয়া এই স্টেডিয়ামে একটি ৪০০ মিটার সিন্থেটিক ট্র্যাক রয়েছে। এছাড়াও দর্শকদের বসার জায়গা রয়েছে। নীরজ ভারতীয় আর্মির জুনিয়র কমিশনড অফিসার হিসেবে রয়েছেন। নিজের কেরিয়ারের শুরুর দিকে এই স্টেডিয়ামেই প্রস্তুতি সেরেছিলেন নীরজ। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে অ্যাথলিটে সোনা জিতেছিলেন তিনি। এরপর থেকেই দেশজুড়ে সংবর্ধিত হচ্ছেন এই তরুণ। তবে সম্প্রতি সংবর্ধনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 


হরিয়ানার পানিপথে সংবর্ধনার মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সংবর্ধনা নির্দিষ্ট সময়ের আগেই তিনি মঞ্চ ছাড়তে বাধ্য হন। সোজা চিকিৎসকের কাছে পৌঁছে শারীরিক পরীক্ষা করিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নীরজ। জানা গিয়েছে, এখন নীরজের অবস্থা স্থিতিশীল। প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।