এমিরেটস:  খেলার শুরুতেই ধাক্কা। আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি লিভারপুল। গোলের সমতা মাঝে ফিরিয়ে আনলেও শেষ রক্ষা করতে পারেনি তারা। এদিকে, এমিরেটসে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্সেনাল। ৩-২ গােল লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে চলে গেল আর্সেনাল। অন্যদিকে প্রথম চারে থাকার সম্ভাবনাও আরও কমে গেল ক্লপের দলের কাছে। 






খেলার শুরুতেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৩৪ মিনিটে নুনেজ়ের গোলে সমতা ফেরায় লিভারপুল। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় সাকার গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধ শুরু হলে লিভারপুল কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৩ মিনিটের মাথায় ফিরমিনোর গোলে ফের সমতা ফেরায় লিভারপুল। কিন্তু ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে করা গোলে আর্সেনালের জয় নিশ্চিত করে দেন সাকা। এই জয়ের সঙ্গে সঙ্গেই ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে গানার্স। খেলার শেষে মার্তিনেল্লি বলেছেন, ''মরসুমের শুরু থেকে কোচ বুঝিয়েছিলেন, যে কোনও দলের সঙ্গে সমানে পাল্লা দেওয়ার ক্ষমতা এবং যোগ্যতা অর্জন করতেই হবে। এই ফল তারই প্রতিফলন।''


নজির রোনাল্ডোর


আরও একটি নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হয়ে গেলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। ম্যাঞ্চেস্টারের হয়ে এভার্টনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সি আর সেভেন। প্রিমিয়ার লিগের এই ম্যাচে একটি গোল করার সঙ্গে সঙ্গে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হয়ে যান তিনি। এই মাইলস্টােনে পৌঁছতে রোনাল্ডো মোট ৯৪৪টি ম্যাচ খেলেছিলেন। স্পোর্টিং লিসবন ছাড়াও ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনাল্ডোর প্রথম গোল এটি, আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল। রোনাল্ডোর পরে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ৬৯১ গোল করেছেন তিনি ক্লাব ফুটবলে।