নয়াদিল্লি: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন অরুণা তনওয়ার। এই প্রথম প্যারালিম্পিক্সে তাইকোন্ডো বিভাগে ভারতের প্রতিনিধিত্ব থাকবে। অরুণা তনওয়ার ওয়াইল্ড কার্ড পেয়ে আগামী টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন।









বর্তমানে অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে বিশ্বের চার নম্বরে রয়েছেন অরুণা। জাতীয় স্তরে তিনি অনেক দিন থেকেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। অরুণা তাইকোন্ডোতে পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন। পাশাপাশি, গত চার বছরে এশীয় প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে নিয়মিত ভাবে পদক পেয়েছেন তিনি। তাঁর সেই সমস্ত অতীত পারফরম্যান্সের জন্যই তাঁকে টোকিও প্যারালিম্পিক্সে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

ভারতের তাইকোন্ডো সংস্থার সভাপতি নামদেব শিরগাঁওকর বলেছেন, “প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে অংশগ্রহণ করতে চলেছে অরুণা। সমস্ত ক্রীড়াবিদ, বিশেষত যাঁরা মহিলা ক্রীড়াবিদ, তাঁদের কাছে অরুণা উদাহরণ হিসাবে থেকে যাবেন। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেক মহিলা ক্রীড়াবিদ নিজের শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই স্থানে উঠে আসবেন। ভারতীয় এবং বিশ্ব তাইকোন্ডো সংস্থার কাছে আমরা কৃতজ্ঞ।”

 

অরুণাকে ইতিমধ্যেই টার্গেট অলিম্পিক্স পোডিয়াম প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নামদেব। ভারতের তাইকোন্ডো সংস্থার প্রেসিডেন্ট শিরগাঁওকর একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অতীতের অসাধারণ পারফরম্যান্সই অরুণাকে প্যারালিম্পিক্সে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাইয়ে দিয়েছে। অরুণা ভারতের প্রথম তাইকোন্ডো অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করবেন। অরুণা দেশের সমস্ত অ্যাথলিটদের জন্য একটা দরজা খুলে দিল বলেই জানিয়েছেন তিনি। বিশেষত, মহিলা অ্যাথলিটদের যে অরুণা আরও বেশি করে অনুপ্রাণিত করবেন, সে ব্যাপারে সকলে একমত। বিশ্ব তাইকোন্ডো ফেডারেশনক ধন্যবাদ জানিয়েছেন নামদেব। অরুণার প্রস্তুতির জন্য সবররম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এবং টিওপিএস অ্যাথলিটদের তালিকাভুক্ত করার জন্য অরুণার নাম মনোনীত হয়েছে। সকলেই অরুণাকে নিয়ে স্বপ্ন দেখছেন।

 

প্রসঙ্গত, বিশ্বের সমস্ত দেশের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে অলিম্পিক্সের ঢঙেই প্যারালিম্পিক্স আয়োজিত হয়।