মেলবোর্ন: মহিলাদের টেনিসে সিঙ্গলসে জয় ছিনিয়ে নিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন (Aus) জিতে নিলেন বেলারুশের এই টেনিস সুন্দরী। খেলার ফল আরিয়ানার পক্ষে ৬-৩, ৬-২। স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছেন জার্মানির টেনিস সুন্দরী। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কাই। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন এই বেলারুশের টেনিস সুন্দরী।


এদিন ফাইনালে কুইনওয়েং ঝ্যাংয়ের বিরুদ্ধে ৭৬ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিলেন সাবালেঙ্কা। প্রথম সেট শেষ হয় ৩২ মিনিটের মাথায়। শুরু থেকই সাবালেঙ্কা আক্রমণাত্মক মেজাজে কোর্টে দেখা দিলেও চিনের প্রতিদ্বন্দ্বীও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জয় ছিনিয়ে নিতে পারেননি। পাশাপাশি, এই জয় নিয়ে তিনি দশম খেলোয়াড় হন যিনি ডব্লুটিএ স্তরে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে সেরানেকে ছুঁয়ে ফেললেন সাবালেঙ্কা।


 






এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। 


সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।


তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজ়ের সঙ্গে জুটি বেধে। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।