সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লড়াকু সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের কেরিয়ারের ২১ তম টেস্ট শতরান। সেই সঙ্গেই সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন কোহলি।
সচিন ২১ বছর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৬-৯৭-এ কেপটাউনে ১৬৯ রান করেছিলেন তিনি। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও অধিনায়কই সেখানে সেঞ্চুরি করতে পারেননি।
টেস্ট ক্রিকেটে ২১ তম শতরান করে কোহলি ডেভিড ওয়ার্নার, গ্যারি কার্স্টেন, অ্যান্ড্রু স্ট্রস, এবি ডিভিলিয়ার্স ও ডেভিড বুনের সঙ্গে একাসনে চলে এলেন। এই ব্যাটসম্যানদের মধ্যে ডিভিলিয়ার্স ও ওয়ার্নারই এখনও খেলেন। এই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে এতগুলি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় অধিনায়ক।