নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির কুশলী নেতৃত্বের কথা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। কঠিন পরিস্থিতিতে বরফ শীতল মস্তিষ্কে এমন কিছু সিদ্ধান্ত অধিনায়ক ধোনি নিয়েছেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনুরাগী মহলে ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। সেই ধোনিরই অধিনায়কত্বের একটা ভিন্ন দিক তুলে ধরলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসে তাঁর দলের সহ খেলোয়াড় হরভজন সিংহ।
ধোনির নেতৃত্বে ভারত দু-দুটি বিশ্বকাপ জিতেছে। ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ম্যাচের পরিস্থিতি হাতের তালুর মতো পড়ে নেওয়ার চমকপ্র ক্ষমতার পাশাপাশি কুশলী সিদ্ধান্ত গ্রহণ তাঁর অধিনায়কত্বের অন্যতম বৈশিষ্ট্য।
হরভজন ধোনির নেতৃত্বে খেলেছেন আন্তর্জাতিক ও আইপিএল-উভ ম্যাচেই। ভারতের এই সিনিয়র অফ স্পিনার জানিয়েছেন, ধোনি বোলারদদের পূর্ণ স্বাধীনতা দেন এবং তাঁদের দক্ষতার ওপর ভরসা রাখেন।
হরভজন জানাচ্ছেন, ‘ধোনি সেই ধরনের ক্যাপ্টেনই নয়, যে সব সময়ে বলে যাবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ধোনি চায়, বোলার নিজের দক্ষতা অনুযায়ী বল করুক। যদি ছয়টি অফস্পিনার করতে পারো, তো তাই কর’।
হরভজন বলেছেন, ব্যাটসম্যান কী করতে চাইছে বা কী করবে, তা উইকেটের পিছন থেকে বহু বার ধোনি আমাকে বলেছে। কিন্তু কোনও সময়তেই বলেনি, আমাকে কী করতে হবে।
এই প্রসঙ্গে আইপিএলের একটি ম্যাচের ঘটনার কথা জানিয়েছেন ভাজ্জি। ওই ম্যাচে বেশ মার খাচ্ছিলেন শার্দুল ঠাকুর। হরভজন তখন ধোনির কাছে গিয়ে জানতে চান, তরুণ বোলারের সঙ্গে কথা বলে কৌশল পরিবর্তনের পরামর্শ কেন দিচ্ছেন না তিনি।
ভাজ্জি বলেছেন, পুনেতে একটি ম্যাচে প্রতিটি বলে মার খাচ্ছিল শার্দুল। প্রথম বলটায় চার খেল, পরের বলটায় ছক্কা। আমি নিজে ধোনির কাছে গিয়ে বললাম, তুমি ওকে বলের অ্যাঙ্গেল পরিবর্তন করতে বলছ না কেন? একটা ফিল্ডারকে তো পিছিয়েও দেওয়া যায়।
এর জবাব একেবারে ঠাণ্ডা মাথায় দিয়েছিলেন ধোনি-‘ভাজ্জু পা, আমি যদি এখন কিছু বলি ওকে, তা হলে আরও দোটানায় পড়ে যাবে। মার খেতে দাও।’
ভাজ্জি বলেছেন, ‘ধোনি জানত, সেই ম্যাচ হেরে গেলেও সিএসকে-র কোনও সমস্যা হবে না। কারণ চেন্নাই আগেই প্লে অফের ছাড়পত্র পেয়ে গিয়েছে’। ধোনি ভাজ্জিকে বলেন, ‘‘ও (শার্দুল) যখন মনে করবে, আর কোনও উপায় ওর হাতে নেই, তখন আমি ওকে বলতে পারি, কী করতে হবে’।