নয়াদিল্লি:  ৩৬ বছরের জন্মদিনের আগে এরচেয়ে বোধহয় ভাল কোনও উপহার কেউ দিতে পারত না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ক্যারিবিয়ান শিবিরকে আট উইকেট দুরমুশ করে সিরিজ ৩-১ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর এটাই মেন ইন ব্লু-র তরফে ধোনিকে দেওয়া তাঁর জন্মদিনের সেরা উপহার।

শুধু তাই নয়, এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন ধোনি। ভক্ত এবং সতীর্থদের থেকে শুভেচ্ছাবার্তায় আজ সকাল থেকে ভেসে যাচ্ছে ভারতের উইকেট রক্ষক-ব্যাটসম্যানের টুইটার পেজ।

তবে বিভিন্ন সতীর্থদের মধ্যে যুবরাজ মাহিকে একটু অন্যভাবেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জন্মদিনে। দেখুন যুবির সেই টুইট





এছাড়া বাইশ গজে ধোনির অন্য সতীর্থ যাঁরা তাঁকে আজকের দিনে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের টুইটগুলো দেখে নেব একঝলকে

 



 






এদিকে দুদিন আগেই ধোনির বিয়ের জন্মদিনও ছিল। ২০১০ সালের ৪ জুলাই সাক্ষীকে বিয়ে করেন মাহি। মঙ্গলবার সাত বছর পূর্ণ হয়েছে তাঁদের একসঙ্গে পথচলার। কিন্তু সেদিন তাঁদের কেউই শুভেচ্ছা জানাননি। কারণ, সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে নিজে হাফ সেঞ্চুরি করলেও, সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে ভারতকে জেতাতে পারেননি ধোনি। প্রসঙ্গত, সেদিন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ক্যারিবিয়ান বোলারদের সামনে কার্যত দাঁড়াতে পারেননি। ১১ রানে চতুর্থ একদিনের ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া।তারপরই শুরু হয় সমালোচনার ঝড়।

বিশ্বের অন্যতম সেরা ফিনিশর হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিতি থাকলেও, সেদিন ম্যাচের শেষপর্যন্ত থেকেও ধোনি শেষরক্ষা করতে পারেননি। আপাতত সিরিজ জয়ের পর সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে জন্মদিনে প্রিয়জনেদের সঙ্গে  ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সময় কাটাচ্ছেন ধোনি।