অনুশীলনে চোট ওয়ার্নারের, অ্যাশেজ শুরু হওয়ার আগে চাপে অস্ট্রেলিয়া শিবির
Web Desk, ABP Ananda | 30 Jul 2019 05:58 PM (IST)
বল-বিকৃতির দায়ে এক বছরের জন্য নির্বাসিত হওয়ার পর এই প্রথম টেস্ট দলে ফিরেছেন ওয়ার্নার।
বার্মিংহাম: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। প্রথম টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফলে এবারের অ্যাশেজের গুরুত্ব অন্যরকম। কিন্তু প্রথম ম্যাচের আগেই অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের চোটে সমস্যায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া দল। মিডিয়াম পেসার মাইকেল নেসারের বলে বাঁ পায়ের উরুতে চোট পান ওয়ার্নার। তিনি নেট ছেড়ে চলে যান। তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনও বোঝা যাচ্ছে না। প্রথম টেস্টে যদি এই ওপেনার খেলতে না পারেন, তাহলে সেটা অস্ট্রেলিয়ার পক্ষে বড় ধাক্কা হবে। বল-বিকৃতির দায়ে এক বছরের জন্য নির্বাসিত হওয়ার পর এই প্রথম টেস্ট দলে ফিরেছেন ওয়ার্নার। তিনি সদ্যসমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনটি শতরান সহ তিনি মোট ৬৪৭ রান করেন। এবার অ্যাশেজেও ভাল খেলার জন্য তৈরি এই বাঁ হাতি ব্যাটসম্যান।