মেলবোর্ন: অ্যাশেজের (ashes) তৃতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া (australia)। দ্বিতীয় দিনের শেষে অজি শিবিরে জয়ের গন্ধ। সৌজন্যে মিচেল স্টার্ক (mitchel starc) ও স্কট বোল্যান্ডের (scott boland) বিধ্বংসী বোলিং। প্রথম ইনিংসে ইংল্যান্ডের (england) ১৮৪ রানের বদলে অস্ট্রেলিয়া (australia) তাদের প্রথম ইনিংসে তুলে নিয়েছিল ২৬৭। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মাত্র ৩১ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। 


প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা নাথান লায়নকে প্রথম ফিরিয়ে দেন রবিনসন। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মার্নাস লাবুশেনও। স্টিভ স্মিথ ভাল শুরু করেও ফিরে যান ১৬ রানে। ট্রাভিস হেড ২৭ ও ক্যামেরন গ্রিন ১৭ রান করে আউট হন। তবে এদিন অর্ধশতরান পূরণ করেন মার্কাস হ্যারিস। তিনি ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে কামিন্স, স্টার্কদের উপযোগী ইনিংসের  দৌলতে অস্ট্রেলিয়া ২৬৭ রান বোর্ডে তুলে নেয়। ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার জেমস অ্যান্ডারসন। তিনি ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান ওলি রবিনসন ও মার্ক উড। ১টি করে উইকেট পান জ্যাক লিচ ও বেন স্টোকস। 


৮২ রানের লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ফের ব্যাটিং সমস্যায় ভোগে। আগুনে বোলিংয়ে ব্রিটিশ ব্রিগেডের সামনে ত্রাস হয়ে ওঠেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ২ উইকেট করে তুলে নেন ২ অজি পেসারই। দিনের শেষে ক্রিজে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তিনি ১২ রান করে ক্রিজে আছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন বেন স্টোকস। মাত্র ২ রান করে অপরাজিত রয়েছেন ইংল্যান্ড অল রাউন্ডার। 


আরও পড়ুন: ফিরে দেখা ২০২১, ভারতীয় ফুটবল: পেলেকে টপকালেন সুনীল ছেত্রী, সাফ চ্যাম্পিয়ন ভারত