মেলবোর্ন: অ্যাশেজে (ashes) মেলেবাের্ন (melbourne) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই কোভিড আতঙ্ক। ইংল্যান্ড (england) শিবিরের ৪ জনের কোভিড পজিটিভ (covid 19) রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন সাপোর্ট স্টাফ ও ২ জন পরিবারের সদস্য। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কের আপাতত কিছু নেই। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। 


এদিকে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ইংল্যান্ড। ব্যাট হাতে কার্যত একা লড়াই করলেন ইংরেজ অধিনায়ক জো রুট (Joe Root)। যদিও তাঁর একক প্রচেষ্টা ইংল্যান্ডের হাতে পর্যাপ্ত রানের রসদ এনে দিতে পারেনি। মেলবোর্নে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম দিনে ৬৫.১ ওভারে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়। হাফসেঞ্চুরি করেন জো রুট। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৫০ রান করেন। অজি পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে আউট হন রুট।


ইংল্যান্ডের ব্যাটারদের বাকিদের মধ্যে জনি বেয়ারস্টো ৩৫, বেন স্টোকস ২৫, ওলি রবিনসন ২২, ডেভিড মালান ১৪, জ্যাক লিচ ১৩ ও জ্যাক ক্রলি ১২ রান করেন। জস বাটলার মাত্র ৩ রান করে আউট হন। কোনও রান পাননি ওপেনার হাসিব হামিদ। সব মিলিয়ে বড়দিনের উৎসবের আবহেও ইংরেজ শিবিরে উদ্বেগ। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। যিনি এই টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় যিনি বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন বলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।


আরও পড়ুন: কেরলের ২৪ সদস্যের রঞ্জি স্কোয়াডে শ্রীসন্থ