অ্যাডিলেড: অ্যাশেজ সিরিজে (The Ashes) সর্বকালের সেরা ক্যাচ কি এটাই?


বৃহস্পতিবার জোরালভাবে প্রশ্নটা তুলে দিলেন জস বাটলার (Jos Buttler)। উইকেটের পিছনে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে। যে ক্যাচ দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, কোনও উইকেটকিপারের নেওয়া সেরা ক্যাচটা কি নিলেন ইংরেজ তারকাই?


অ্যাডিলেডে বৃহস্পতিবার শুরু হওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। অজিদের রান তখন মাত্র ৪। বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। ব্যাট করছিলেন মার্কাস হ্যারিস। ব্রডের লাফিয়ে ওঠা একটি বল পুল করতে যান হ্যারিস। ব্যাটে-বলে সংযোগ ঠিকঠাক না হওয়ায় উইকেটের পিছনে ক্যাচ তোলেন তিনি। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন বাটলার। বাঁহাতি হ্যারিসের অন সাইডের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন বাটলার। সাধারণত ব্যাটারের অন সাইডের দিকে ক্যাচ উইকেটকিপারদের জন্য সবচেয়ে কঠিন মনে করা হয়। অথচ সেই ক্যাচও সাবলীলভাবে তালুবন্দি করেন বাটলার।


সেই ক্যাচের পর সর্বত্রই বাটলারের অবিশ্বাস্য ক্ষিপ্রতা নিয়ে আলোচনা শুরু হয়েগেছে। মুহূর্তের মধ্যে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই বাটলারকে এমন দুরন্ত ক্যাচের জন্য ‘সুপারম্যান’ বলে ডাকতে শুরু করেন।






তবে দিনের শেষ লগ্নে তিক্ত স্মৃতি হয় বাটলারের। যে উইকেটকিপার হ্যারিসের ক্যাচ অবিশ্বাস্য দক্ষতায় ধরেছিলেন, দিনের সেষ লগ্নে তিনি ফেলে দিলেন সহজ ক্যাচ। জেমস অ্যান্ডারসনের বলে অজি ব্যাটার মার্নাস লাবুশেন একটি খোঁচা মারেন। সেই ক্যাচ ফেলে দেন বাটলার।


দেখুন অ্যাশেজ সিরিজের সেরা কিছু ক্যাচ:


সকালে দুর্দান্ত ক্যাচ নিয়ে নায়ক হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক। তাঁর ক্যাচের ধরার ছবি ভাইরাল হতে থাকে। নেটিজেনরা তাঁকে সুপারম্যান আখ্যা দিয়ে দেন। তবে বিকেলে সহজ ক্যাচ ফেলে আচমকাই সকলের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাটলার। বৃহস্পতিবার অ্যাশেজের দিন-রাতের টেস্টের প্রথম দিনে এ ভাবেই শিরোনামে রইলেন ব্রিটিশ উইকেটরক্ষক।


অ্যান্ডারসনের বলে সহজ ক্যাচ আসে বাটলারের হাতে। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন বাটলার। লাবুশেন তখন ৯৫ রানে ব্যাটিং করছিলেন। উল্লেখ্য, ডেভিড ওয়ার্নারও ৯৫ রানে ফিরে গিয়েছেন। এরপরেই বাটলারের এই ক্যাচ মিসের ভিডিও ভাইরাল হয়ে যায়। অ্যাসেজের আগে বাটলার নিজের কেরিয়ারে মাত্র ১২টি ক্যাচ ফেলেছেন। প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। ২ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে তারা।


আরও পড়ুন: মধুর প্রতিশোধ, অবশেষে চোচুওয়াং কাঁটা উপড়ে শেষ আটে সিন্ধু


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ (১৬-২০ ডিসেম্বর) সরাসরি দেখুন সোনি সিক্স, সোনি টেন থ্রি ও সোনি টেন ফোর চ্যানেলে, ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে।