ব্রিসবেন: আজ থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মরসুমে অ্যাশেজ (ashes)। ব্রিসবেন গাব্বায় প্রথম টেস্টে খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবারের সিরিজ অস্ট্রেলিয়ার (australia) কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই যৌন কেলঙ্কারিতে জড়িয়েছিলেন টিম পেন। চাপের মুখে নিজেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে খেলবেন না জেমস অ্যান্ডারসন। চোট-আঘাত নয়, প্রথম টেস্টে অভিজ্ঞ ইংরেজ পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'জিমি অ্যান্ডারসন খেলার মতো জায়গায় রয়েছেন। ওর কোনও চোট নেই। কিন্তু ছয় সপ্তাহে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে। তাই ওকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হল। দ্বিতীয় টেস্টে ও খেলবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। ২০১৯ সালে এজবাস্টন টেস্টে যা হয়েছিল সেটা মাথায় রেখেই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। অ্যান্ডারসন নিজেও চাননি।'
অস্ট্রেলিয়ার কঠোর করোনাবিধির জেরে আগে থেকেই আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বুধবার, ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মহারণ। তবে সিরিজ শুরুর আগেই ধাক্কা। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে বাধ্য হয়েই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটির পারথ থেকে সরানো হল। ২০১৯ সালে অ্যাশেজে বার্মিংহ্যামে প্রথম টেস্টে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ২৫১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল।
কবে শুরু অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট
৮ ডিসেম্বর, ২০২১ (বুধবার)
কোথায় অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট
দ্য গাব্বা (ব্রিসবেন)
ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী আজ ভোর ৫.৩০ শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৫টায়।
কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার
সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে ম্যাচগুলি। খেলা দেখা যাবে সোনি সিক্স (ইংরাজি), সোনি টেন-৩ (হিন্দি), সোনি টেন-৪ (তামিল ও তেলেগু) চ্যানেলে।
কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং
সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে অনলাইন স্ট্রিমিং হবে। খেলা দেখা যাবে Jio TV-তেও।