অ্যাডিলেড: অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারতে হয়েছে। কিন্তু দ্বিতীয় টেস্টের (test) আগেই স্বস্তি ইংল্যান্ড (england) শিবিরে। দলের কোচ ক্রিস সিলভারউড জানিয়ে দিলেন যে পরের ম্যাচের জন্য পুরো ফিট জেমস অ্যান্ডারসন (james anderson) ও স্টুয়ার্ট ব্রড (stuart broad)। এক সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ বলেন, ''আমি এখনও কাউকে অফিসিয়ালি কিছু বলিনি, কিন্তু অ্যান্ডারসন ও ব্রড ২ জনেই পরের ম্যাচের জন্য ফিট। ওঁরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। এমনকী পিঙ্ক বল নিয়ে নেটেও প্রস্তুতিতে নেমে পড়েছে ওঁরা।''
ব্রিসবেন টেস্টে ২ অভিজ্ঞ বোলারকে একাদশের বাইরে রেখেই দল সাজানো হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল যে তাঁদের বয়স ও ক্লান্তির কোথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রথম টেস্টে ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার দেখা যায়নি। এবার অ্যান্ডারসন ও ব্রড দলে ঢুকলে সিরিজে সমতা ফেরাতে পারে কি না ইংল্যান্ড, তা এখন দেখার।
এদিকে, অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড। ব্রিসবেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭ ওভার বল করে ৩ উইকেট নেন হ্যাজেলউড (Josh Hazlewood)। ওই টেস্টেই পান চোট (injury)। যা তাঁকে ছিটকে দিল পরের টেস্ট থেকে। উল্লেখ্য প্রথম টেস্টে পরই বাড়ি ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। সেখান থেকেই আপাতত নিজেকে ফিট করে তোলার চেষ্টা করবেন এই ডানহাতি পেসার। হ্যাজেলউড ছিটকে যাওয়ায় অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে একাদশে আসতে পারতেন মাইকেল নিসার বা জেই রিচার্ডসনের কোন একজন। ১৬ ডিসেম্বর থেকে শুরু দিন রাতের অ্যাডিলেড টেস্ট।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারের ক্ষতের মধ্যেই আরও বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড (The Ashes)। মন্থর ওভার রেটের জন্য বিরাট জরিমানার মুখে জো রুটরা (Joe Root)। সেই সঙ্গে কাটা গেল মূল্যবান পয়েন্টও।
আরও পড়ুনঃ মাঠের বাইরে বিতর্ক নিয়ে বেশি মাথা ঘামাতে চাইছেন না রোহিত