লখনউ:  আজ বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন (Kashi Vishwanath Corridor Inauguration) করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এই অনুষ্ঠান নিয়ে দেশজুড়েই উৎসাহ রয়েছে। যদিও দানা বেঁধেছে সমাজবাদী পার্টির (Samajwadi party) নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মন্তব্যে। তাঁর দাবি, কাশী বিশ্বনাথ করিডর সমাজবাদী পার্টির আমলে ছাড়পত্র পেয়েছিল। এই দাবির প্রেক্ষিতে নথিও রয়েছে, প্রয়োজনে তা প্রকাশ করবেন অখিলেশ, এমনটাও জানান। 


আরও পড়ুন, ঠিক কীভাবে বদলে গিয়েছে কাশী বিশ্বনাথের মন্দির ? পড়ুুন এক্সক্লুসিভ রিপোর্ট


এই করিডরের কৃতিত্ব দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন তিনি বলেন যে এই প্রকল্পের ছাড়পত্র মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিই দিয়েছিলেন। পাশাপাশি মুলায়ম পুত্রের দাবি যে এই সংক্রান্ত প্রমাণও রয়েছে তাঁর কাছে। এখানেই থেমে থাকেননি অখিলেশ। নির্বাচনের আগে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনের মাধ্যমে উত্তরপ্রদেশের জনতাকে বিজেপি বিপথে চালিত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, “কে কৃষকদের উপার্জন দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা জানি। আজ মূল্যবৃদ্ধির ফলে সার পাওয়া যাচ্ছে না। তাহলে কৃষকদের উপার্জন দ্বিগুণ হবে কি করে?”





এদিকে, বদলে যাওয়া কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্স আজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।  সকাল ১০টার পর দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা থেকে শুরু হবে কর্মসূচি। প্রথমে কাল ভৈরব মন্দিরে দর্শন, পুজো। এরপর প্রধানমন্ত্রী যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। প্রথমে নৌকায় চেপে ললিতা ঘাটে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে আরতি দেখবেন প্রধানমন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্র বারাণসীতে এসে কেবল কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনই নয়, নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।