সিডনি: অ্যাশেজের শেষ টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডে ঢুকে পড়লেন স্যাম বিলিংস (sam bilings)। জশ বাটলার (josh buttler) ও জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) চোট রয়েছে। তাই ব্যাক আপ হিসেবে এই তরুণ উইকেট কিপার ব্যাটারকে দলে নিল ইংল্যান্ড (england)। ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছিলেন বেয়ারস্টো। বাটলার খেলার দ্বিতীয় দিন আঙুলে চোট পেয়েছিলেন। তার জন্য আগাম বিলিংসকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হল।

Continues below advertisement

ইসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''সিডনিতেই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন বিলিংস। আরটিপিসিআর টেস্ট নেগেতিভ আসার পরই ও যোগ দেবে দলের সঙ্গে।'' উল্লেক্ষ্য সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই খেলছেন স্যাম বিলিংস। তবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এখনো সুযোগ পাননি এই তরুণ। এই মুহূর্তে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছেন তিনি। 

অ্যাশেজের মঞ্চে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর। এবারের সিরিজে প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জনির ব্যাটে ভর করেই সিডনি টেস্টে ফলো অনের লজ্জা এড়াল ইংল্যান্ড। এক সময় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান করেন বেন স্টোকস। জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ১২৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি।

Continues below advertisement