অ্যাডিলেড : যে কোনও ক্রিকেটারের কাছে দেড়শোতম টেস্ট ম্যাচ স্বপ্নের মুহূর্ত। এবার সেই মাইলফলকই ছুঁয়ে ফেললেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ময়দানে নামে ইংল্যান্ড। মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন কৃতিত্বের অধিকারী হন ব্রড। 


এর আগে ইংল্যান্ডের হয়ে এই সাফল্য অর্জন করেছেন জেমস অ্যান্ডারসন ও অ্যালেস্টার কুক। এছাড়া ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দশম ক্রিকেটার হিসেবেও এই নজির গড়লেন তিনি। 


অ্যাশেজের আজ দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অষ্টম ওভারেই মার্কাস হ্যারিসকে ড্রেসিং রুমে ফেরত পাঠান ব্রড। অনবদ্য ক্যাচ ধরেন জস বাটলার। এর পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন ওয়ার্নার ও ল্যাবুসচ্যাগনের। ওপেনিং সেশনে যাতে আর উইকেট হারাতে না হয়, তাই সতর্কভাবে ব্যাট করেন তাঁরা। প্রথম সেশনে অস্ট্রেলিয়া ২৫ ওভারে এক উইকেট খুইয়ে তোলে ৪৫ রান। ক্রিজে তখন ওয়ার্নার ও ল্যাবুসচ্যাগনে।
 
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাশেজ টেস্ট শুরুর আগে ছিটকে যান অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গতরাতে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তিনি। তার পরই আইসোলেশনে চলে যান। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, গতরাতে একটি রেস্তোরাঁয় ডিনার করছিলেন কামিন্স। বায়ো-নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রোটোকল লঙ্ঘন করেননি। পরিস্থিতি সম্বন্ধে অবগত হওয়ার পর আইসোলেশনে চলে যান কামিন্স। পরে তাঁর পিসিআর টেস্ট করা হয়। নেগেটিভ রেজাল্ট এসেছে।


এই পরিস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় স্টিভ স্মিথকে। ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কেলেঙ্কারির জেরে অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম ফের অধিনায়কত্বের সুযোগ পেলেন স্মিথ। স্মিথকে দুই বছর অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিরোধী শিবিরের তীব্র আপত্তি সত্ত্বেও অ্যাসেজ সিরিজের আগে স্মিথ টেস্ট দলে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে অধিনায়কত্ব ছাড়ার পর অনির্দিষ্টকালের জন্য টিম পাইনের সরে দাঁড়ানোর পর অধিনায়কত্বের দায়িত্ব পান কামিন্স।