নয়াদিল্লি : ওমিক্রনের (omicron) পাশাপাশি, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ (coronavirus) ও মৃত্যুর সংখ্যা। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  ( Ministry of Health & Family Welfare, Govt of India ) র বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন।  

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭। 

  • দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জনের। 

  • মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৬০২।



    আরও পড়ুন :

    ঝড়ের গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, এখনই ব্যবস্থা না নিলে বিপদ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা



  • Omicron Update : 

    অন্যদিকে, এবার কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ। সব মিলিয়ে গোটা দেশেএই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। কেরল সরকার জানিয়েছে, আক্রান্তরা সম্প্রতি ব্রিটেন ও কঙ্গো থেকে ফিরেছিলেন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৩২ জন। দ্বিতীয় স্থানে রাজস্থানে। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭


  • West Bengal করোনা আপডেট 

     প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল বাংলায়। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, হায়দরাবাদ প্রশাসন জানিয়েছে, ওমিক্রন আক্রান্ত আবুধাবি ফেরত ফরাক্কার বাসিন্দা ৭ বছরের শিশু। এরই মধ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ। ২৪ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ছাড় রাত্রিকালীন বিধিনিষেধে।