India Corona Omicron Update : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ওমিক্রন নিয়ে আতঙ্ক?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2021 11:02 AM (IST)
West Bengal report first Omicron cases : ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ। ২৪ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ছাড় রাত্রিকালীন বিধিনিষেধে।
India Corona Omicron Update : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ওমিক্রন নিয়ে আতঙ্ক?
নয়াদিল্লি : ওমিক্রনের (omicron) পাশাপাশি, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ (coronavirus) ও মৃত্যুর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ( Ministry of Health & Family Welfare, Govt of India ) র বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৬০২। আরও পড়ুন :
Omicron Update : অন্যদিকে, এবার কেরলে আরও ৪ ওমিক্রন আক্রান্তের হদিশ। সব মিলিয়ে গোটা দেশেএই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। কেরল সরকার জানিয়েছে, আক্রান্তরা সম্প্রতি ব্রিটেন ও কঙ্গো থেকে ফিরেছিলেন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৩২ জন। দ্বিতীয় স্থানে রাজস্থানে। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭
West Bengal করোনা আপডেট প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল বাংলায়। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, হায়দরাবাদ প্রশাসন জানিয়েছে, ওমিক্রন আক্রান্ত আবুধাবি ফেরত ফরাক্কার বাসিন্দা ৭ বছরের শিশু। এরই মধ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ। ২৪ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ছাড় রাত্রিকালীন বিধিনিষেধে।