হায়দরাবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের বাঁ-হাতি পেস বোলার আশিস নেহরা।


এদিন তিনি জানান, আগামী ১ নভেম্বর দিল্লির মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচই হতে চলেছে তাঁর কেরিয়ারের অন্তিম আন্তর্জাতিক ম্যাচ। নেহরা জানান, তিনি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে কথা বলেছেন। তাদের বুঝিয়েছেন, নিউজিল্যান্ড দিল্লিতে খেলতে আসছে। ২০ বছর আগে এখানেই রঞ্জি খেলা শুরু করি। আর এখানেই শেষ হবে। ফলে, ঘরের মাঠে নিজেদের লোকেদের সামনে অবসর নেওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না।


[embed]https://twitter.com/BCCI/status/918400196404322304[/embed]

নেহরা জানান, তিনি সবসময় ফর্মে থাকতে থাকতেই অবসর নিতে চেয়েছিলেন। বলেন, কেন অবসর নিচ্ছেন না প্রশ্ন ওঠার বদলে কেন নিচ্ছেন প্রশ্ন শোনার সময়েই অবসর নেওয়া উচিত। নেহরা জানান, অবসরের বিষয়ে তাঁর সঙ্গে আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রীর কথা হয়েছে। তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত সকলেই স্বাগত জানিয়েছে বলেও যোগ করেন এই পেসার।


প্রসঙ্গত, ১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃ্ত্বাধীন ভারতীয় দলে অভিষেক ঘটেছিল নেহরার। এখনও পর্যন্ত ১৭টি টেস্ট, ১২০টি ওডিআই এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। সেখানে টেস্ট, ওডিআই ও টি-২০ ম্যাচে যথাক্রমে ৪৪, ১৫৭ ও ৩৪ উইকেট দখল করেছেন তিনি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স ছিল তাঁর।


৩৮ বছরের নেহরা জানান, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন না।