নয়াদিল্লি: জাতীয় দলে জায়গা পেয়েছেন। সেটা কীভাবে কোনও ক্রীড়াবিদের কাছে বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারে! এর উত্তরটা পেয়ে যেতে পারেন আশিষ নেহেরার কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন নেহেরা। সেজন্য অনেকেই অভিনন্দন জানাচ্ছেন তাঁকে। এই বিষয়টাই অস্বস্তিতে ফেলেছে বাঁহাতি পেসারকে। তিনি বলেছেন, দলে জায়গা পাওয়ায় জন্য যখন লোকজন ফোন করে অভিনন্দন জানান তখন খুব অস্বস্তি বোধ করি। আসলে, আমার বয়স তো ৩৮ হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯-এ ১৮ বছর আগে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নেহেরা। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।
নেহেরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল বাছাইয়ের আগে নির্বাচকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি খেলতে পারবেন কিনা। এর উত্তরে তিনি হ্যাঁ বলেন।
নেহেরা জানিয়েছেন, এই বয়সে আর সব ফর্ম্যাটের ক্রিকেট খেলা সম্ভব নয়। আসন্ন টি ২০ সিরিজে ভালো পারফর্ম করার ব্যাপারে আশাবাদী তিনি।
উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে ছিলেন নেহেরা। তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই কোনও উইকেট পাননি। কিন্তু নাগপুরের ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন। কানপুরে হারার পর ওই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিল। পরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছিল ভারত।
এ কী বিড়ম্বনায় পড়লেন আশিষ নেহেরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 02:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -