নয়াদিল্লি: আগামী মাস থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মাটিতে বসতে চলেছে এবারের টুর্নামেন্ট। এশিয়া কাপে বোলারদের খারাপ পারফরম্যান্সের পর বিশ্বকাপের জন্য় জাতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার এখন মহম্মদ শামি। কিন্তু প্রাক্তন ভারতীয় পেসার ও আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা তাঁর পছন্দের ভারতীয় স্কোয়াডে রাখলেনই না বাংলার এই তারকা পেসারকে। 


কেমন বাছলেন নেহরা তাঁর ভারতীয় স্কোয়াড?


আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে রানে ফিরেছেন কে এল রাহুল। তাই ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রাহুলকেই দেখতে চাইছেন আশিস নেহরা। তিনি বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দেরি। কিন্তু আমি কে এল রাহুলকেই ওপেনিংয়ে দেখতে চাই। আশা করি আগামী ৬ ম্যাচে রাহুলের ব্যাটে আরও রান দেখতে পাব।'' তিন নম্বর পজিশনে অবশ্যই বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন এশিয়া কাপ। আন্তর্জাতিক ক্রিকেটে যা বিরাটের ১০২১ দিন পর শতরান। এরপর সূর্যকুমার যাদবকে রেখেছেন প্রাক্তন বাঁহাতি পেসার।


এরপর ৫ ও ৬ নম্বর স্থানে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজাকে রেখেছেন নেহরা। যদিও এই মুহূর্তে অস্ত্রোপচার করেছেন জাডেজা। তিনি আদৌ খেলতে পারবেন কি না টি-টোয়েন্টি বিশ্বকাপে, তা নিয়ে সন্দেহ রয়েছে। ২ জন স্পিনারকে রেখেছেন নেহরা। তাঁরা হলেন অশ্বিন ও চাহাল। উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক ২ জনকেই রেখেছেন নেহরা। 


পেস বোলিং বিভাগে নেহরার বাছাই ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল। সবাইকে অবাক করে দিয়ে শামিকে দলেই রাখেননি নেহরা। এমনকী দীপক চাহারকেও ভারতীয় স্কোয়াডে রাখেননি নেহরা। 


ফিটনেস পরীক্ষায় পাস


একাধিক রিপোর্ট অনুযায়ী হর্ষল পটেল এবং যশপ্রীত বুমরা, দুই তারকা বোলারই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এবং ইতিমধ্যেই উভয় তারকাই নিজেদের ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। বুমরা জুলাই মাস থেকে পিঠের চোটের জন্য দলের বাইরে ছিলেন। অপরদিকে, হর্ষলের পেশিতে চোট ছিল। এই চোট সারানোর উদ্দেশ্যে বুমরা ও হর্ষল, দুইজনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। পুনর্বাসনের সময়কালে অ্যাকাডেমিতে একসঙ্গে দুইজনের ছবিও বেশ ভাইরাল হয়েছিল।


আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেতে চলেছেন হর্ষল, বুমরা?