Fastest Fifty by an Indian : যুবরাজ সিংহের নজিরকে টেক্কা, ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির কীর্তি আশুতোষ শর্মার

Ashutosh Sharma : ১ টি চার ও ৮ টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। চোখ ধাঁধানো ৪৪১.৬৬ স্ট্রাইক রেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে সাজঘরে ফেরেন আশুতোষ।

Continues below advertisement

রাঁচি : যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে দিলেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। গত ১৬ বছর ধরে যুবির ঝুলিতে থাকা ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির ভেঙে দিয়েছেন রেলওয়েজের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে ১১ বলে হাফ সেঞ্চুরি হাঁকান আশুতোষ। 

Continues below advertisement

২০০৭ সালের প্রথম টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ব্যাটারদের দ্রুততম অর্ধ শতরানের নজির ছিল যেটা। কিছুদিন আগেই হাংঝাউতে আয়োজিত এশিয়ান গেমসে যে নজির ভেঙে গিয়েছিল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ বলে দীপেন্দ্র সিংহ আইরি হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। 

দ্রুততম ভারতীয় হিসেবে অর্ধ শতরানের নজির অবশ্য ছিল যুবির দখলেই। সেটাও এদিন ভেঙে গিয়েছে। রাঁচিতে আয়োজিত ঘরোয়া টি ২০ প্রতিযোগিতা মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যাচে। ২৫ বছরের ব্যাটার আশুতোষ রেলওয়ের (Railways) হয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে খেলতে নেমেছিলেন। যা ছিল তাঁর কেরিয়ারের দশম টি ২০ ম্যাচ।

২০১৮ সালে মধ্যপ্রদেশের হয়ে টি ২০ ক্রিকেটে অভিষেক হওয়ার পরে ২০১৯ সালে শেষবার বিশের ফর্মাটে খেলেছিলেন তিনি। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক না হওয়া আশুতোষ মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন মাত্র ১ টি ম্যাচে। এবার নজিরের খাতায় নাম তুলে অবশ্য আরও বেশি করে ম্যাচ খেলার দাবিদার হিসেবেই নিজেকে প্রমাণ করলেন তিনি।

রেলওয়ের ৪ উইকেটে ১৩১ রানের মাথায় ব্যাট করতে নেমেছিলেন অভিষেক। সেখান থেকে ১২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। ১ টি চার ও ৮ টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। চোখ ধাঁধানো ৪৪১.৬৬ স্ট্রাইক রেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে সাজঘরে ফেরেন আশুতোষ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান তোলে রেলওয়ে। জবাবে ১১৯ রানেই থেমে যায় অরুণাচল প্রদেশের ইনিংস। ১২৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় রেলওয়ে।

কয়েকদিনের ব্যবধানে দ্রুততম অর্ধশতরানের হাঁকানোর জোড়া রেকর্ড হাতছাড়া হলেও ডারবানের ম্যাচে ঐতিহাসিক ইনিংসের পথে যুবির স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো ছয়- ছক্কা সারাজীবন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।                              

আরও পড়ুন- রোহিতদের বিশ্রামের দিনেও, ছুটি নেই টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়ের

 

Continues below advertisement
Sponsored Links by Taboola