পুণে: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নাগাড়ে তিনটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকার শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। ১৯ অক্টোবর, বৃহস্পতিবার পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশ (IND vs BAN) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে রবিবার বিকেলেই পুণে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।


লম্বা টুর্নামেন্টে পরপর ম্যাচের মাঝে সামান্য বিরতি পেয়েছে দল। সেই বিরতিতে খেলোয়াড়রা যাতে বিশ্রাম নিয়ে পুরো উদ্যম নিয়ে আবার মাঠে নামতে পারে সেই বিষয়ে তৎপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিবার তো নয়ই, বিসিসিআইয়ের তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে টিম ইন্ডিয়া সোমবার দিনও কোনওরকম অনুশীলন করবে না। মঙ্গলবার বিকেলেই রোহিতরা অনুশীলন করতে নামবেন। সোমবার রোহিতরা বিশ্রামই করেছেন, তবে রোহিতদের বিশ্রামের দিনেও কিন্তু ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছুটি নেই।


রাহুল দ্রাবিড় রবিবার পুণের বিমানবন্দরে নামার পরেই সোজা টিম হোটেলে না গিয়ে চলে যান পিচ পরিদর্শনে। এটিই পুণের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচ। তাই পিচ কেমন কী খেলব, সেই বিষয়ে আন্দাজ করার জন্য দ্রাবিড়ের পিচ দেখতে যাওয়াটা যথেষ্টই যুক্তিসঙ্গত। দ্রাবিড় বেশ খানিকটা সময় পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলে পিচের বিষয়ে জানার চেষ্টা করেন। পুণের পিচে সচরাচর প্রচুর রান উঠে। ১৪টি ওয়ান ডে ম্যাচের মধ্যে আটবারই প্রথমে ব্যাট করা দল ৩০০-র অধিক রান তুলেছে। তাই ভারত-বাংলাদেশ ম্যাচেও এমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল।


তবে এই ম্যাচের আগে বাংলাদেশের উদ্বেগের কারণ দলের অধিনায়ক শাকিব আল হাসানের চোট। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছিলেন শাকিব। তাই ভারতের বিরুদ্ধে তিনি আদৌ খেলতে নামবেন কি না, সেই নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ দলের অনুরাগীদের আশ্বস্ত করলেন। তিনি জানান শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। আজ শাকিবের স্ক্যান করার পরেই ভারতের বিরুদ্ধে তাঁর খেলা বা না খেলাটা নির্ভরশীল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং