অশ্বিন যে বলে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে আউট করলেন, তা প্রকৃত অর্থেই ছিল দর্শনীয়। ভারতের হয়ে গত পাঁচটি টেস্টে খেলেননি অশ্বিন। এরপর দলে ফিরেই বল হাতে দেখালেন, তিনি কেন ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ। দ্বিতীয় দিনে যে দুটি উইকেট নিয়েছেন, সেই দুটি বলই অসাধারণ। কিন্তু মার্করামকে ফেরানোর বল বিশেষ উল্লেখের দাবি রাখে। প্রোটিয়া ওপেনার ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু বলের ফ্লাইট ও ডিপ ব্যাটসম্যানকে সম্পূর্ণ বোকা বানায় এবং বল ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বেল ফেলে দেয়।
বল তখনও ততটা পুরানো হয়নি। কয়েকটি ওভার মাত্র হয়েছে। এরইমধ্যে অশ্বিনের এ ধরনের গ্রিপ ও স্পাইট প্রশংসা আদায় করে নিয়েছে। ওই বলটি অনেকটা স্লোয়ার ইনসুইঙ্গারের মতো।