এরপর সৌরভও ট্যুইট করেছেন, বীরু, আমি দেখলাম, চমকে গেলাম। এমন ভাষণ এযাবত্ শোনা যায়নি। যে পৃথিবীতে শান্তি চাই, আর পাকিস্তানের তো এটা সবচেয়ে বেশিই প্রয়োজন, কিন্তু নেতাটি এমন বস্তাপচা কথা বলছেন! যে ক্রিকেটার ইমরান খানকে গোটা দুনিয়া চেনে, ইনি তিনি নন। রাষ্ট্রপুঞ্জের ভাষণটা খুবই দু্র্বল। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সমৃদ্ধি, কীভাবে তাঁর নেতৃত্বে দেশে উন্নয়ন চলছে, সে ব্যাপারে কথা বলেন, পাক প্রধানমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। ‘রাবিশ’, ‘দুর্বল’! আমি হতবাক, ইমরানের রাষ্ট্রপুঞ্জের ভাষণে প্রতিক্রিয়া সৌরভের
Web Desk, ABP Ananda | 04 Oct 2019 01:26 PM (IST)
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৪-তম অধিবেশনে ১৯৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের ভারত-বিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মহম্মদ সামি, হরভজন সিংহ, ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগের মতো এদেশের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররাও।
নয়াদিল্লি: ইমরান খানের রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাষণের ইতিমধ্যেই তীব্র নিন্দা করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের মঞ্চেই কাশ্মীর নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর যাবতীয় প্রচার, বক্তব্য যুক্তি দিয়ে খন্ডন করেছেন ভারতের প্রতিনিধি, বঙ্গতনয়া বিদিশা মৈত্র। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৪-তম অধিবেশনে ১৯৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের ভারত-বিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মহম্মদ সামি, হরভজন সিংহ, ইরফান পাঠান, বীরেন্দ্র সহবাগের মতো এদেশের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররাও। সহবাগের ট্যুইটে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার ইমরানকে জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পাক প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তিনি ‘হতবাক’ বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মার্কিন সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান আমেরিকার পরিকাঠামো নিয়ে উপহাস করে কটাক্ষ করেন, চিনে গিয়ে ওদের পরিকাঠামোর হাল দেখা উচিত। নিউইয়র্কে দেখছি গাড়ি রাস্তায় ঝাঁকুনি খাচ্ছে! ইমরানের এহেন মন্তব্যে খুশি হতে না পারে অ্যাঙ্কররা বলেন, আপনার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো নয়, ব্রঙ্কসের কোনও ঢালাইকরের মতো শোনাচ্ছে। সহবাগ ট্যুইটারে সেই কথোপকথনের ভিডিও শেয়ার করে সঙ্গে ক্যাপশন লিখেছেন, অ্যাঙ্কর বলছেন, তোমার কথা ব্রঙ্কসের কোনও ঢালাইকরের মতো শোনাচ্ছে। দিনকয়েক আগে রাষ্ট্রপুঞ্জে হতাশাজনক ভাষণের পর মনে হচ্ছে, এই লোকটা নিজেকেই অপদস্থ করার নতুন নতুন উপায় আবিষ্কার করছে!