দুবাই: র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার লক্ষ্যে ইডেন টেস্টে খেলতে নামছে ভারতীয় দল। পাশাপাশি ভারতের বর্তমান দলের সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার লক্ষ্যে নামছেন। নিজে ভাল পারফরম্যান্স দেখিয়ে দলকে শীর্ষে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেও এক নম্বর হতে চাইছেন অশ্বিন।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বেশ কিছুদিন ধরেই এক নম্বরে আছেন অশ্বিন। এবার বোলারদের র্যাঙ্কিংয়েরও শীর্ষে ওঠার সুযোগ তাঁর সামনে। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দু ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার সুবাদে এখন র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন। শীর্ষে থাকা ডেল স্টেইনের চেয়ে মাত্র সাত পয়েন্ট পিছনে আছেন অশ্বিন। ইডেনে ভাল পারফরম্যান্স দেখিয়ে তিনি ফের এক নম্বর হয়ে যেতে পারেন।
গত বছরের শেষদিকে প্রথমবার টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অশ্বিন। তবে পরে তাঁকে শীর্ষস্থান হারাতে হয়। কানপুর টেস্টের আগে তিন নম্বরে ছিলেন ভারতের এই অফস্পিনার। তবে এই টেস্টে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে টপকে দু নম্বরে উঠে এসেছেন অশ্বিন। তাঁর সতীর্থ রবীন্দ্র জাডেজা কানপুরে ৬ উইকেট নেওয়ার সুবাদের বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪৫০ রেটিং পেয়েছেন অশ্বিন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। দ্বিতীয় স্থানে থাকা শাকিব আল হাসানের চেয়ে ৬৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন অশ্বিন।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তাঁরা যথাক্রমে যুগ্মভাবে ২০ ও ১৬ নম্বরে আছেন।
ইডেন টেস্টেই বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর হবেন অশ্বিন?
Web Desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 05:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -