দুবাই: টেস্টে এক নম্বর বোলার ও অলরাউন্ডার হিসেবেই নতুন বছর শুরু করছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দু নম্বরে আছেন রবীন্দ্র জাডেজা। তিনি অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে। ভারতীয় দল টেস্টে এক নম্বর।

১৯৭৪ সালে ভারতের দুই স্পিনার বিষেণ সিংহ বেদী ও ভাগবত চন্দ্রশেখর টেস্টে প্রথম দুই স্থানে ছিলেন। এরপর এই প্রথম ভারতের দু জন বোলার টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক ও দু নম্বরে আছেন।

টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১০ নম্বরে চেতেশ্বর পূজারা। টেস্টের মতোই একদিনের ক্রিকেটেও ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বিরাট। তিনি অবশ্য টি-২০ তে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।