চেন্নাই: বিশ্বের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় দলের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ট্যুইট, ‘প্রথম ভ্যাকসিন বেরিয়ে গেল। আশা করি এটা ঠিকমতো কাজ করবে। শীঘ্রই হয়তো অন্যরাও ভ্যাকসিন বের করবে। দারুণ কাজ এটা।’
গতকাল ভ্যাকসিন তৈরির কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ‘আজ সকালে বিশ্বে প্রথমবার করোনা ভাইরাস মোকাবিলায় একটি ভ্যাকসিন নথিভুক্ত হয়েছে। আমি জানি এই ভ্যাকসিন কার্যকরী এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।’
পুতিনের মেয়ের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে আশার সঞ্চার হয়েছে। অশ্বিনও আশাবাদী। যদিও অনেকেই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দিহান।
করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে অশ্বিন। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। দেশজুড়ে লকডাউনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সংক্রমণ রোখার জন্য সবাইকে সরকারের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিচ্ছেন এই ক্রিকেটার। করোনা-বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে সরবও হয়েছেন তিনি।
ক্রিকেট মাঠে শেষবার অশ্বিনকে দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল-এ খেলতে দেখা যাবে তাঁকে। গত দু’টি আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেললেও, এবার শ্রেয়স আয়ারের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি।
প্রথম ভ্যাকসিন বেরিয়ে গেল, আশা করি ভাল কাজ দেবে, ট্যুইট অশ্বিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2020 04:06 PM (IST)
পুতিনের মেয়ের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -