চেন্নাই: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি শুধু এ বছরই না, ২০২২ সালের আইপিএল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এমনই আশা প্রকাশ করলেন সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, ধোনিকে নিয়ে তাঁরা একেবারেই চিন্তিত নন বলে জানিয়েছেন বিশ্বনাথন।


১৩ মাস মাঠের বাইরে ধোনি। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁকে আর ভারতীয় দলে দেখা যাবে কি না, সে বিষয়ে জল্পনার মধ্যেই এ বছরের মার্চে চেন্নাইয়ে আইপিএল-এর প্রস্তুতি শিবিরে যোগ দেন। কিন্তু করোনা সংক্রমণের জেরে ভেস্তে যায় শিবির। আইপিএল-ও পিছিয়ে গিয়েছে। ৩৯ বছরের ধোনি সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএল-এ কেমন পারফরম্যান্স দেখান, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে-র সিইও বলেছেন, ‘আমরা ধোনিকে নিয়ে একেবারেই চিন্তিত না। আশা করি এ বছর এবং আগামী মরসুমে ও আমাদের হয়ে খেলবে। এমনকী, ২০২২ মরসুমেও হয়তো ওকে আমরা পাব। আমি শুধু সংবাদমাধ্যম থেকেই ওর বিষয়ে খবর পাচ্ছি। শুনেছি ও ঝাড়খণ্ডে ইন্ডোরে নেটে অনুশীলন করছে। তবে আমাদের অধিনায়ককে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে নিয়ে আমাদের আশঙ্কার কিছুই নেই। ও নিজের দায়িত্বের বিষয়ে ওয়াকিবহাল। ও নিজের এবং দলের খেয়াল রাখে।’

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এই প্রতিযোগিতার মাধ্যমেই ধোনির প্রত্যাবর্তন হবে। এখন তারই অপেক্ষায় মাহির অনুরাগীরা।