ক্যান্ডি: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা এবং বাংলার পেসার মহম্মদ শামিকে। বিসিসিআই সূত্রে এমনই খবর। রবিবার একদিনের সিরিজের দল বেছে নেওয়া হবে। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ ইতিমধ্যেই ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য ক্যান্ডি পৌঁছে গিয়েছেন। অপর এক নির্বাচক দেবাঙ্গ গাঁধী ভারতীয় এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন। নির্বাচক কমিটির তৃতীয় সদস্য শরণদীপ সিংহের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে দল বেছে নেওয়া হবে।


ভারতীয় দল এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে গিয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। একদিনের সিরিজ শুরু ২০ তারিখ থেকে। চলতি টেস্ট সিরিজে অশ্বিন ও জাডেজা যথাক্রমে ১০৮.৩ ও ১০৮.২ ওভার করে বল করেছেন। আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তৃতীয় টেস্টে নির্বাসিত জাডেজা। তবে অশ্বিন খেলবেন। ফলে তিনি নিশ্চিতভাবেই আরও বেশি বল করবেন। সেই কারণেই অশ্বিন ও জাডেজার উপর থেকে চাপ কমানোর জন্য তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। ফলে তৃতীয় টেস্টে দলে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ক্রুণাল পাণ্ড্য ও যশপ্রীত বুমরাহ।