দুবাই: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা—আইসিসি-র সেরা ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষ দুটি পদ ধরে রাখলেন। অশ্বিন ও জাদেজার পয়েন্ট যথাক্রমে ৮৮৭ ও ৮৭৯। পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের জোরে ২৯ পয়েন্ট বাড়িয়ে তালিকায় তৃতীয় সেরা অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড। তাঁর পয়েন্ট ৮৬০। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা সাম্প্রতিক চমকে দেওয়া সাফল্যের ভিত্তিতে তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন। সেরা ২০ বোলার তালিকায় আর যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন, তিনি হলেন মহম্মদ সামি। তিনি আছেন ১৯ নম্বরে।
ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক নম্বরেই আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। চার পয়েন্ট খুইয়েও তিনি শীর্ষে। তিনি পেয়েছেন ৯৩৩ পয়েন্ট। দুইয়ে রয়েছেন ভারতীয় টেস্ট দলনায়ক বিরাট কোহলি। তবে স্মিথের অনেকটাই পিছনে। তাঁর পয়েন্ট ৮৭৫। সেরা দশ ব্যাটসম্যানের সারিতে ভারতের আর কেউই নেই। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে পেয়েছেন যথাক্রমে ১২ ও ১৬ নম্বর স্থান।
তবে সেরা টেস্ট দল হিসাবে আইসিসি-র তালিকায় ১২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ১০৯ পয়েন্ট পেয়ে দু নম্বরে আছে অস্ট্রেলিয়া।