মুম্বই: আর দু মাসও বাকি নেই বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে। কিন্তু এখনও দলের কিছু প্লেয়ারদের নিয়ে চিন্তার শেষ নেই ভারতীয় শিবিরে। একাদশ কেমন হতে পারে, সেই বিষয়ও কিছুটা ধন্দ্ব রয়েই গিয়েছে। বিশেষ করে কে এল রাহুল (K L Rahul) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস নিয়ে প্রশ্ন আরও সমস্যায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। এই পরিস্থিতিতে তিলক ভার্মাকে বিশ্বকাপের আগে দরাজ সার্টিফিকেট দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। এমনকী রোহিত শর্মার সঙ্গেও তুলনা করলেন ভারতীয় অফস্পিনার। 


নিজের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে নজর কেড়েছেন তিলক। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন পুল শটে। যা দেখে বেজায় খুশি অশ্বিন। তিনি বলছেন, ''তিলকের খেলা দেখে আমি মুগ্ধ। ওর মধ্য়ে দারুণ একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি। প্রথম টি-টোয়েন্টিতে স্লাে পিচে যেমন ব্যাটিং করেছে তিলক তা অবশ্বাস্য। আন্তর্জাতিক অভিষেকেই এমন ব্যাটিং। ওর মধ্যে অনেকটা রোহিতের ছায়া দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রথম ম্যাচে যেভাবে পুল শটে ছক্কা হাঁকিয়েছে তিলক, তা সত্যিই ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দিকে দেখা যায় না। এটা কেরিয়ার কিছুটা এগোলে এমন শট মারাটা আয়ত্ত্ব করে থাকে ব্যাটাররা। তবে তিলকের এই ক্ষমতা হয়ত সহজাত। অজি ব্যাটারদের মত পুল শট মারতে পারে ও।''


৩৬ বছরের অভিজ্ঞ ভারতীয় স্পিনার আরও বলছেন, ''এটা বলাটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি চাই তিলককেও বিশ্বকাপে দেখতে। ব্যাক আপ প্লেয়ার হিসেবে অন্তত দেখতে চাই। যদি কোনও সুযোগ থাকে তো। সঞ্জু স্যামসন ওয়ান ডে ফর্ম্যাটে ভাল পারফর্ম করেছে। তবে তিলকের প্লাস পয়েন্ট ও একজন বাঁহাতি ব্যাটার। আর ভারতীয় একাদশে প্রথম সাতে জাডেজা ছাড়া আর কোনও বাঁহাতি ব্যাটার নেই। তাই তিলককে সুযোগ দেওয়া হলে দলেরই ভারসাম্য বাড়বে।''


উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন নিজের অভিষেক আন্তর্জাতিক ম্যাচে তিলক। এরপর দ্বিতীয় ম্যাচে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরানও পূরণ করেন তিনি। ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন ২০ বছরের এই তরুণ ব্যাটার। তবে দুটো ম্যাচেই ভারতকে যদিও হারতে হয়েছিল। আজ সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। তিলক চাইবেন এই ম্যাচেও নিজের অবদান রেখে ভারতকে জয়ের সরণিতে ফিরিয়ে আনতে।