দুবাই: বর্তমানে টেস্টে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসাই আরও ভাল খেলার প্রেরণা দিয়েছে। এমনই জানালেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। তিনি বলেছেন, ‘অশ্বিন আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একজন মহান বোলার যে টেস্টে দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটশিকারী, সে ট্যুইট করে শুভেচ্ছা জানালে অবশ্যই ভাল লাগে। এটা আমার কাছে বিশাল প্রেরণা।’


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ১০০ উইকেটশিকারী হয়েছেন ইয়াসির। এরপরেই অশ্বিনের শুভেচ্ছাবার্তার কথা উল্লেখ করেছেন ইয়াসির।

 

অশ্বিনের শুভেচ্ছাবার্তা পেলেও, তাঁর বিরুদ্ধে এখনও টেস্ট খেলার সুযোগ পাননি ইয়াসির। ২০০৭ সালের পর থেকে আর ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ হয়নি। ইয়াসিরের মতে, ভারত-পাকিস্তানের সব খেলোয়াড়ই একে-অপরের বিরুদ্ধে খেলতে চান। তাঁর আশা, অদূর ভবিষ্যতে তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পাবেন।

ইয়াসিরকে ম্যাচের আগে শুভেচ্ছা জানানোর পর ১০০ উইকেট নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন অশ্বিন।