দুবাই: ফের আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রবিচন্দ্রণ অশ্বিন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন এই অফ-স্পিনার।
তিন-ম্যাচের সিরিজে মোট ২৭ উইকেট তুলে নেন তিনি। ফলস্বরূপ, তিনি সিরিজ-সেরাও নির্বাচিত হন। ৩৯টি টেস্ট খেলেছেন অশ্বিন। এর মধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ২২০টি উইকেট।
বর্তমানে ফর্মের শিখরে রয়েছেন তিনি। যার প্রেক্ষিতে সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় ফের শীর্ষস্থানে উঠে এসেছেন অশ্বিন।
ইনদওর ম্যাচের আগে তালিকায় তিন নম্বরে ছিলেন তিনি। তৃতীয় তথা শেষ ম্যাচে দুইনিংসে ১৩ উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি, যা এখনও পর্যন্ত যে কোনও টেস্ট ম্যাচে তাঁর সেরা পারফরম্যান্স।
এর আগে এক নম্বর টেস্ট বোলার হিসেবে ২০১৫ সাল শেষ করেছিলেন তিনি। এরপর গত জুলাই মাসে কিছুদিনের জন্য তিনি দ্বিতীয়বার শীর্ষস্থানে উঠে আসেন। এবার তৃতীয়বার।
পাশাপাশি, আইসিসি অল-রাউন্ডারদের তালিকাতেও, শীর্ষস্থান দখল করে রেখেছেন অশ্বিন। আইসিসি তালিকা অনুযায়ী, অশ্বিনর সম্মিলিত পয়েন্ট ৯০০ ছাড়িয়েছে।
এর আগে এমন কৃতিত্ব করেছেন মুথাইয়া মুরলীধরণ, গ্লেন ম্যাকগ্রা, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন এবং শন পোলকের মতো তারকা বোলাররা।
ফের আইসিসি বোলারদের তালিকার শীর্ষে অশ্বিন
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 04:49 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -