নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংস, রাইসিং পুনে সুপার জায়েন্টস, কিংস ইলেভেন পঞ্জাবের পর তামিলনাড়ুর তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরবর্তী গন্তব্য দিল্লি! হ্যাঁ, সম্ভবত দিল্লি ক্যাপিটালসের হয়েই  আগামী মরশুমে আইপিএল খেলতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, পঞ্জাবের সঙ্গে দিল্লির কথাবার্তা প্রায় পাকা। প্রথমে হায়দরাবাদ অশ্বিনে উৎসাহ দেখালেও পরে তারা সরে আসে। এই সুযোগেই দলে তারকা অলরাউন্ডারকে নিতে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস। বিগত কয়েকমাস কথাবার্তার পর জানা যাচ্ছে ‘হার্ড ক্যাশ’ দিয়েই পঞ্জাব ফ্রেঞ্চাইজি থেকে অশ্বিনকে তুলে নেবে দিল্লি। আর এমনটা হলে অশ্বিনের ফেলে আসা অধিনায়ক পদে স্থলাভিষেক হতে পারে প্রীতির পছন্দের কেএল রাহুলের।


বিগত ২ মরশুমে আইপিএল দল কিংস ইলেভেন পঞ্জাবের নেতৃত্ব দিয়েছেন অশ্বিন। সাফল্যের হার ৫০ শতাংশেরও নিচে। প্রীতি জিন্টার পঞ্জাবের নেতৃত্ব দিয়ে স্রেফ ১২টি ম্যাচেই জিততে পেরেছেন তিনি। হার হয়েছে ১৮টি ম্যাচে। পেয়েছেন ২৫টি উইকেট। রান করেছেন ১৪৬।


এখনও পর্যন্ত অশ্বিনের ঝুলিতে রয়েছে ১২৫টি আইপিএল উইকেট। ১৩৯ ম্যাচে তাঁর ইকোনমি রেট ৬.৭৯। ভারতীয় বোলারদের মধ্যে যারা আইপিএল-এ পঞ্চাশের ওপর উইকেট পেয়েছেন, অশ্বিনের এই রেকর্ড তাঁদের মধ্যে সর্বোত্তম।