দুবাই: টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সবার উপরে আছেন। বোলারদের মধ্যে প্রথম দশে অশ্বিন ছাড়া আছেন রবীন্দ্র জাদেজা। তিনি আছেন আট নম্বরে। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন অজিঙ্ক রাহানে। তাঁর অবস্থান বদল হয়নি। আগের মতোই আট নম্বরে আছেন রাহানে। ব্যাটসম্যানদের ক্রমতালিকার প্রথম দশে রাহানেই একমাত্র ভারতীয়।

 

আজ আইসিসি এই নতুন তালিকা প্রকাশ করেছে। ফের বোলারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেওয়ার সুবাদেই শীর্ষস্থান দখল করেছেন। এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এক নম্বর বোলার হন স্টেইন। গত বছরের ডিসেম্বর পর্যন্ত তিনিই এক নম্বর ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবান টেস্টে কাঁধে চোট পাওয়ায় পিছিয়ে পড়েন স্টেইন। সেই সময় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শীর্ষে উঠে আসেন অশ্বিন। তবে ফের তাঁকে সরিয়ে দিলেন স্টেইন।

 

স্টেইন টেস্টে এক নম্বর বোলার হিসেবে রেকর্ড সংখ্যক ২,৩২০ দিন কাটিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য কোনও বোলার এতদিন এক নম্বর হিসেবে থাকতে পারেননি।