উরসেস্টার: কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ডিভিশনের ম্যাচে উরসেস্টারের হয়ে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন অশ্বিন। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে গ্লস্টারশায়ারকে ১৮৯ রানে হারিয়ে দিল উরসেস্টার।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৬৩ রান করে উরসেস্টার। অশ্বিন করেন ৩৬ রান। জবাবে ২৫৮ রানে অলআউট হয়ে যায় গ্লস্টারশায়ার। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় উরসেস্টার। এই ইনিংসে ২১ রান করেন অশ্বিন। ৪০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় গ্লস্টারশায়ার।