বন্ধুত্বর আগে দল, যুবরাজ নয়, অশ্বিনকে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক বেছে নিলেন সহবাগ
আফগানিস্তানের মুজিব রাজদানকে দলের এক্স ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছেন সহবাগ। মুজিব খুব ভালো খেলবে বলেও আশা প্রকাশ করেছেন পঞ্জাব দলের মেন্টর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিংস ইলেভেন পঞ্জাব দীনেশ কার্তিককে দলে নিতে চেয়েছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এক্ষেত্রে বাজি জিতেছে। তাই এবার পঞ্জাবের হয়ে রাহুলই মুখ্য উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
দলের উইকেটরক্ষকের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সহবাগ বলেছেন, কে এল রাহুল ও অক্ষদীপ নাথ এই দায়িত্ব পালন করবেন।
অধিনায়কত্ব নিয়ে অশ্বিনের কথা বলতে গিয়ে দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ বলেন, যুবরাজ সিংহ দুরন্ত খেলোয়াড় এবং তাঁর খুব ভালো বন্ধু। কিন্তু দলের সিদ্ধান্ত আর বন্ধুত্বকে পৃথকভাবেই দেখা দরকার।
টিম ম্যানেজমেন্ট একজন বোলারকেই অধিনায়ক হিসেবে চাইছিলেন। সেজন্য অশ্বিনকে অধিনায়ক করা হল।
ভোটদাতাদের ৯০ শতাংশেরই পছন্দ ছিল যুবরাজ। কিন্তু টিম স্টাফ ও ম্যানেজমেন্ট শেষপর্যন্ত অশ্বিনকে অধিনায়ক হিসেবে বেছে নেয়।
এর আগে কিংস ইলেভেন পঞ্জাবের ওয়েবসাইটে অধিনায়ক বাছাই নিয়ে ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছিল। এই ভোটাভুটিতে এগিয়ে ছিলেন যুবরাজ সিংহ।
একাদশ আইপিএলে পঞ্জাবের নেতৃত্ব করবেন স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন।
আইপিএলের ইতিহাসে কিংস ইলেভেন পঞ্জাব হল একমাত্র টিম, যেখানে গত ১০ মরশুমে ১০ জন অধিনায়ক বদল হয়েছে।
এবারের আইপিএলের জন্য দলের অধিনায়কের ঘোষণা করল কিংস ইলেভেন পঞ্জাব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -