নয়াদিল্লি: ২০২০ কাউন্টি মরসুমে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন ভারতীয় দলের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এর আগে তিনি উরশেস্টাশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। এবার ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অন্তত আটটি ম্যাচ খেলবেন। আইপিএল শেষ হওয়ার পর বিসিসিআই-এর অনুরোধ মেনে কয়েকদিন বিশ্রাম নিয়েই কাউন্টি খেলতে যাবেন এই অফস্পিনার।


এ বিষয়ে অশ্বিন জানিয়েছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে আমার ভাল লাগে। এর আগে দু’বার কাউন্টিতে খেলা আমি উপভোগ করেছি। ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি শিহরিত। এই ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও দুর্দান্ত সমর্থক আছে। আমার দায়িত্ব হবে রান করা ও উইকেট নেওয়া। অনেক বছর আগে ইয়র্কশায়ারের হয়ে খেলেছিলেন সচিন (তেন্ডুলকর)। সেই দলের হয়ে আমি খেলব ভেবে খুব ভাল লাগছে।’