পুণে: নবম উইকেট জুটিতে কেশব মহারাজ (৭২) ও ভেরনন ফিল্যান্ডারের (৪৪ অপরাজিত) অসাধারণ লড়াইয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা ভদ্রস্থ জায়গায় থাকলেও, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ৩২৬ রানে এগিয়ে ভারতীয় দল। এদিন দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে অলআউট হয়ে যায়। মহারাজ ও ফিল্যান্ডার ছাড়াও লড়াই করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি (৬৪)। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি জোড়া উইকেট নেন। এদিন দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ার পর আর খেলা হয়নি। আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারতীয় দল।


দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৩৬। আজ শুরুতেই অ্যানরিখ নর্তেকে (৩) ফিরিয়ে দেন শামি। টিউনিস ডে ব্রুইনকে (৩০) ফেরান উমেশ। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সময় মনে হচ্ছিল ভারতীয় দল বড় লিড নেবে। কিন্তু প্রথমে দু প্লেসি ও কুইন্টন ডি কক (৩১) এবং পরে ফিল্যান্ডার ও মহারাজ দক্ষিণ আফ্রিকাকে কিছুটা লড়াইয়ে ফেরান। নবম উইকেট জুটিতে যোগ হয় ১০৯ রান। এই জুটি ভাঙতে বেশ বেগে পেতে হয় ভারতের বোলারদের। শেষপর্যন্ত মহারাজকে ফিরিয়ে এই জুটি বাঙেন অশ্বিন। তিনি শেষ উইকেটটিও নেন।