দুবাই: এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে টস করতে নামলেন মহেন্দ্র সিংহ ধোনি। ৬৯৬ দিন পর আজকের ম্যাচে ফের ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক হিসেবে এটি তাঁর ২০০ তম একদিনের ম্যাচে। অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় এই ম্যাচের জন্য নেতৃত্বের ব্যাটন এদিনের ম্যাচের জন্য তুলে নিয়েছেন ধোনি।





নিয়মরক্ষার এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের।

ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। আফগানিস্তান সুপার ফোরের দুটি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

ক্যাপ্টেন কুল বলেছেন, আজকের ম্যায়ে দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন খেলছে না। ভূবনেশ্বর, বুমরাহ ও যজুবেন্দ্র চাহলও নেই। দলের রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নেওয়াটা গুরুত্বপূর্ণ। পরিস্থিতির জন্যই  ২০০ তম ম্যাচে অধিনায়কত্ব করছি।

এদিন ভারতীয় দলে অভিষেক দল দীপক চাহরের।

ভারত: কে এল রাহুল, অম্বাতি রায়ডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), দীনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহর, সিদ্ধার্থ কউল, কুলদীপ যাদব, খলিল আহমেদ

আফগানিস্তান: মহম্মদ শাহজাদ, জাভেদ আহমদি, রহমত শাহ, হাশমতুল্লাই শাহিদি, আসঘর আফগান (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নাইব, আফতাব আলম, মুজিব উর রহমান।