দুবাই:  প্রথমে বল হাতে ভূবনেশ্বর কুমার ও কেদার যাদবের দুরন্ত পারফরম্যান্স, পরে ব্যাট হাতে রোহিত শর্মা ও শিখর ধবনের নিখুঁত প্রদর্শন-- এই দুয়ের মিশেলে বুধবার দুবাইতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।


এদিন পাকিস্তানের রাখা ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত শুরু করে মেন ইন ব্লু। দুই পোড়খাওয়া ওপেনার ধবন ও রোহিত প্রথম দিকে একটু সামলে খেলেন। বিশেষ করে মহম্মদ আমিরকে একটু সামলে চলছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের গর্বের ব্যাটিং লাইন আপকে কার্যত নাকানি-চোবানি খাইয়েছিলেন এই মহম্মদ আমির। সেই বিষয়টি এদিন মাথায় রেখেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।





প্রথম উইকেটেই রোহিত ও শিখরের যুগলবন্দিতে ওঠে ৮৬ রান। অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত। বিরাট কোহলিকে এই প্রতিযোগিতা থেকে বিশ্রাম দেওয়ায় দলের অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। কিন্তু, তাতে যে তাঁর ওপর কোনও বাড়তি চাপ আসেনি, তা এদিনের পারফরম্যান্সই প্রমাণ।

মাত্র ৩৯ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চারও ও ৩টি ছক্কায়।  যোগ্য সঙ্গ দেন ধবনও (৫৪ বলে ৪৬, ৬টি চার ও ১টি ছক্কা)। রোহিত-শিখর যে ভিত গড়ে দেন,  তার ওপর ভিত্তি করে দলের জয় সম্পন্ন করেন অম্বাতি রায়ুডু ও দীনেশ কার্তিক। মাত্র ২৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।


এর আগে, ভূবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত সিম বোলিং এবং কেদার যাদবের অফ-ব্রেকের ভেলকিতে এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৩.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এদিন সাত ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট তোলেন ভূবি। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনিই।



অন্যদিকে, ৯ ওভারে ২৩ রান দিয়ে বিপক্ষের তিন উইকেট তুলে নিন কেদার। দুজন মিলে পাক মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। এছাড়া ৭.১ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জসপ্রীত এবং চায়নাম্যান কুলদীপ ৮ ওভারে ১ উইকেট নিয়ে দেন ৩৭ রান। পিঠের পেশিতে টান ধরায় মাঠ ছাড়তে বাধ্য হন হার্দিক। সেই দিক দিয়ে অতিরিক্ত দায়িত্ব এসে পড়ে বাকি বোলারদের ওপর।


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ। শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। দলের তিন রানেই চলে যায় ২টি উইকেট। এরপর তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন বাবর আজম (৪৭) ও শোয়েব মালিক (৪৩)। কিন্তু, ফের পাক ইনিংসে ধস নামে। ৩৬ রানে চলে যায় আরও ৫ উইকেট। এরপর অষ্টম উইকেটে ৩৬ রান যোগ করে ফাহিম আশরাফ ও মহম্মদ আমির। অবেশেষে ৪৩.১ ওভারেই মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।


শেষ বার এই দুই দলের সাক্ষাত হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। গতকালের দল থেকে ২টি পরিবর্তন করে ভারতীয় দল। শার্দুল ঠাকুর ও খালিল আহমেদের জায়গায় প্রথম একাদশে আসেন জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য।



দল:
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, অম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পটেল, কেদার যাদব, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুযবেন্দ্র চহাল।

পাকিস্তান- ফকর জমন,  ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক/অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মহম্মদ আমির, হাসান আলি ও উসমান খান।